ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতের সীমানায় ঢুকে পড়া ১৫টি গরু আটক করে নিয়ে যায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়। এ বিষয়ে অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে গরুগুলো ফেরত পেয়েছি। বিএসএফকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।