বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি। এই সময় তিনি পাঁচজন ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের মাঝে পায়েচালিত রিকশা ও নগদ অর্থ এবং একজন পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেন। তিনি বলেন, অসহায় মানুষগুলো যারা দিন এনে দিন খায়, তাদের অল্টারনেট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ ধরনের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করলেই তারা নিজেরাই আস্তে আস্তে এর থেকে সরে আসতো। উল্লেখ্য, সম্প্রতি ডিএনসিসি কিছু রিক্সা অবৈধ বলে গুড়িয়ে দিয়েছে।