চলতি বছর বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন অভ্র কি-বোর্ড তৈরির কারিগর। তার সঙ্গে এইবার অভ্র কি-বোর্ড তৈরির সহযোগী আরো ৩ জনকে দেওয়া হবে এই পুরস্কার। মোস্তফা সরয়ার ফারুকী জানান, মেহেদী হাসান খান পুরস্কার নিতে চাননি। তবু আমরা পুরস্কার দিই। তারপর মেহেদী হাসান জানিয়েছেন এই কৃতিত্ব তিনি একা নিতে চান না, তার তিন বন্ধু ও অভ্র তৈরির সহযোগী, রিফাত নবী, তানবিন ইসলাম ও শাবাব মুস্তাফা; তাদেরও কৃতিত্ব রয়েছে বলে জানান। তারপরই সিদ্ধান্ত হয়েছে এই তিনজন গুণিকেও দেওয়া হবে একুশে পদক।