হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই স্থানীয় প্রভাবশালী নেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান। বুধবার রাতে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানের নেতৃত্বে গোপলার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি সিন্ডিকেট মহাসড়কে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিল। অভিযানে অন্যরা পালিয়ে যায়। ওসি জানান, আটক দুই নেতার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং নাশকতা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।