Web Analytics

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল ও কলেজগুলোর টিউশন ফি আদায়ে জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালার আলোকে নির্ধারিত হারে টিউশন ফি সংগ্রহ করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত)’ এবং টিউশন ফি নীতিমালা-২০২৪-এর তফসিল ক, খ ও গ অনুযায়ী ফি নির্ধারণ ও আদায় করতে হবে। গত ১৯ নভেম্বর প্রকাশিত এই নীতিমালার লক্ষ্য হলো ফি আদায়ে স্বচ্ছতা ও একরূপতা নিশ্চিত করা।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ নির্দেশনা বেসরকারি প্রতিষ্ঠানের ইচ্ছামতো ফি বৃদ্ধি রোধ ও অভিভাবকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে নীতিমালা বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!