ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়ে লীগের তিনতলা ভবন দখল নিয়ে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছেন এনসিপি'র স্থানীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর জ্বালাও-পোড়াও আন্দোলনের তোপে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। লুটে নেওয়া হয় প্রয়োজনীয় আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত পড়েছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি।