Web Analytics

প্রায় দুই দশক ধরে চলা আলোচনার পর ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রকে ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে উভয় পক্ষ বিকল্প অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের বড় ও তুলনামূলকভাবে সুরক্ষিত বাজার ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের জন্য উন্মুক্ত হবে। বর্তমানে ইইউ ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।

মোদি এই চুক্তিকে “সব চুক্তির জননী” হিসেবে উল্লেখ করে বলেন, এটি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের কোটি কোটি নাগরিকের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। প্রধানমন্ত্রী মোদি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত–ইইউ শীর্ষ সম্মেলনে যৌথভাবে চুক্তির বিস্তারিত তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪–২৫ অর্থবছরে ভারত–ইইউ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১৩৬.৫ বিলিয়ন ডলারে।

ভারত সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিটি এখন আইনগত যাচাইয়ের পর্যায়ে রয়েছে এবং সব প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিক স্বাক্ষরের এক বছরের মধ্যেই এটি কার্যকর হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!