বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামী রোববার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করবে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ সালের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৩টায় জানানো হবে।
গত ২ ডিসেম্বর সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১,২৫৩ টাকা নির্ধারণ করা হয়। নতুন ঘোষণায় জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম নির্ধারণ করা হবে।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম সমন্বয় করে থাকে, যাতে দেশীয় বাজারে মূল্য স্থিতিশীলতা বজায় থাকে।