Web Analytics

গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা ‘মেগাথার্স্ট’ ফল্ট থেকে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে ঢাকায় আয়োজিত এক সেমিনারে সতর্ক করেছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত এই সেমিনারে জানানো হয়, বাংলাদেশ ভারত, মিয়ানমার ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। গত ১০০ বছরে দেশে ২০০টির বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে এবং ২০২৪ সালের পর থেকে কম্পনের হার বেড়েছে। বিশেষজ্ঞরা বলেন, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত সাবডাকশন জোনে ৮০০–১০০০ বছরের সঞ্চিত শক্তি এখনো মুক্ত হয়নি, যা বড় বিপর্যয়ের ইঙ্গিত দেয়। জাপানি বিশেষজ্ঞরা ভূমিকম্প-সহনশীল স্থাপত্য ও নিরাপদ নির্মাণমান নিয়ে পরামর্শ দেন। বক্তারা বলেন, ভবন কোড কঠোরভাবে প্রয়োগ, স্ট্রাকচারাল অডিট, জরুরি উদ্ধার সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। দ্রুত নগরায়ণ, ঘনবসতি ও দুর্বল অবকাঠামো বড় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি আরও বাড়াতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!