কম্বোডিয়া অভিযোগ করেছে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই থাইল্যান্ড তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। নম পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থাই বাহিনী এফ–১৬ যুদ্ধবিমান ব্যবহার করে সিয়েম রিয়াপ ও প্রাহ ভিহিয়ার প্রদেশের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে। এর আগে দুই দেশ সীমান্তে সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি আলোচনায় বসতে সম্মত হয়েছিল।
কম্বোডিয়ার দাবি, এই হামলা আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার পরিপন্থী এবং সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়েছে। থাইল্যান্ড এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে, যা সাম্প্রতিক সময়ে নতুন করে সহিংস রূপ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা আসিয়ানের মধ্যস্থতা প্রচেষ্টাকে দুর্বল করতে পারে এবং সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াতে পারে। পরিস্থিতি আরও জটিল হলে জরুরি কূটনৈতিক বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।