আফ্রিকায় আল কায়েদার অঙ্গসংগঠন জামা’আ নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন দাবি করেছে, তারা বেনিনের উত্তরাঞ্চলে দুটি সামরিক ঘাঁটিতে দশকের সবচেয়ে বড় হামলা চালিয়ে ৭০ জন সেনাকে হত্যা করেছে। ২০১২ সালে মালির উত্তরে তুয়ারেগ বিদ্রোহের পর সাহেল অঞ্চলে জিহাদি তৎপরতা শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে বুরকিনা ফাসো, নাইজার এবং সাম্প্রতিককালে বেনিনসহ উপকূলবর্তী দেশগুলোতেও। সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সহিংসতা মালি, বুরকিনা ফাসো ও নাইজারে পাঁচটি সামরিক অভ্যুত্থানের অন্যতম কারণ হয়ে ওঠে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।