রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এক ১৪ বছর বয়সী কিশোরকে সন্দেহজনক আচরণের কারণে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকা উপজেলার ওই কিশোর আনুষ্ঠানিক পোশাক পরে ব্যাগসহ ঘোরাফেরা করছিল। জিজ্ঞাসাবাদে সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মী হিসেবে পরিচয় দেয়। তার ব্যাগে পাওয়া কাগজপত্রে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানায় পুলিশ। অনলাইনে ঘোষিত নিষিদ্ধ রাজনৈতিক দলের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজনদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।