Web Analytics

পিরোজপুরের নেছারাবাদে জসিম হাওলাদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ীকে ধরে নিয়ে বেধড়ক পিটুনি এবং কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। জসিম গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক। জসিম হাওলাদারের ভাই মো. অসীম হাওলাদার জানান, পাটিকেলবাড়ি গ্রামের কিসলু সিকদার একজন চিহ্নিত লীগের সন্ত্রাসী। কিসলু, শফিক, নাঈম, শামিমসহ ২০-২৫ জন দা, লাঠি ও রড নিয়ে বাজার থেকে জসিমকে ধরে নিয়ে যায়। পরে তার দুই হাত পা বেঁধে দা দিয়ে পিঠে ও মুখের পাশে কোপায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!