Web Analytics

ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে শনিবার দুপুরে জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও জোহরের নামাজে লাখো মানুষ অংশ নেন। দুপুর সোয়া ১টার দিকে নামাজ শুরু হয়, এর আগে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আগারগাঁও, খামারবাড়ি ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। খামারবাড়ি মোড়, আসাদগেট, বিজয় সরণি, আগারগাঁও ও ফার্মগেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মেটাল ডিটেক্টর ও হ্যান্ড স্ক্যানারের মাধ্যমে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক ব্যাগ ও সামগ্রী আলাদাভাবে পরীক্ষা করা হয়।

বিপুল জনসমাগমে হাদির রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তা স্পষ্ট হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা কয়েক ঘণ্টা পর্যন্ত জারি ছিল।

Card image

Related Memes

logo
No data found yet!