Web Analytics

গাজীপুরের টঙ্গীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতা’র ব্যানারে শুক্রবার জুমার নামাজের পর এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শত শত ছাত্র–জনতা ও সাধারণ মুসল্লি এতে অংশ নেন। মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম ও মুর্তুজা হাসান ফুয়াদ বক্তব্য দেন। তারা বলেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন, যা তরুণ প্রজন্মের আদর্শিক ও সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখবে।

বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরে প্রশাসনের প্রতি দ্রুত বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!