Web Analytics

রোববার আইএসপিআর জানিয়েছে, মিয়ানমার ভূমিকম্পে আহদের মধ্যে ১৫টি জটিল অস্ত্রেপচারসহ মোট ৪৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসা টিম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল রোববার নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছে। এদিন ৫০ জন রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়। শনিবার মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ উদ্ধারকারী দলকে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য অনুরোধ করলে এরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধ্বসে পড়া ভবনে বাংলাদেশ উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে।

Card image

Related Memes

logo
No data found yet!