Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে অস্থিরতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ১৩ জানুয়ারি ঢাকায় প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনসহ ফুল কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রার্থীরা তিনটি শর্তে লিখিত দিলে ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শর্তগুলো হলো— নির্বাচনের সময় কোনো অঘটন ঘটবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না এবং জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

তবে শিক্ষার্থীরা এই শর্তগুলো প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন অব্যাহত রেখেছেন। তারা দাবি জানিয়েছেন, বিনা শর্তে আজই ২০ জানুয়ারির শাকসু নির্বাচনের ঘোষণা দিতে হবে। তবেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন।

প্রশাসন ও শিক্ষার্থীদের অবস্থান অপরিবর্তিত থাকায় শাকসু নির্বাচনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!