উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, রাষ্ট্র চাইলে মর্যাদা দিতে পারে, তবে তাদের পরিবারের কোনো দাবি নেই। শুক্রবার স্ত্রীর কবর জিয়ারতের পর তিনি জানান, মাহেরীন তার কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সবার দোয়া চান। একইসঙ্গে দুর্ঘটনায় নিহত শিশুদের জন্যও গভীর শোক ও দোয়া জানান তিনি।