শরীয়তপুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের অধিগ্রহণকৃত সরকারি জমি দখল করে দোকান, মার্কেট ও রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন এই জমি ৩১ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ, যা ২০১৯ সালে ৮৫৯ কোটি ৬৩ লাখ টাকায় অনুমোদন পায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও সওজের তেমন কোনো পদক্ষেপ না থাকায় দখলদারি দিন দিন বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, ভেদরগঞ্জের বালারবাজার এলাকায় অর্ধশতাধিক দোকান নির্মাণ করছেন আওয়ামী লীগ কর্মী মেজবাহাদুর দেওয়ান ও তার আত্মীয়রা। মেজবাহাদুর দাবি করেন, জমির ক্ষতিপূরণ না পাওয়ায় তারা দোকান তুলেছেন। শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. নাবিল হোসেন জানান, অবৈধ দখলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।