Web Analytics

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন বহন করেছেন তিন বিশিষ্ট আলেম। তারা হলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে বেগম জিয়ার স্বজনদের সঙ্গে এই তিন আলেম তার কফিন বহন করেন।

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জানাজায় অংশ নেয়। দলে ছিলেন নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় এসে বিএনপি নেত্রীকে শেষ বিদায় জানান, যা ছিল এক আবেগঘন মুহূর্ত।

Card image

Related Memes

logo
No data found yet!