চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব আগামী বুধবার নির্ধারিত হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হলেও তা টেন্ডারের মাধ্যমে নয়। এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে অস্পষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটাই চূড়ান্ত। অন্যদিকে, এনবিআরের আন্দোলন ও এর প্রভাবে বন্দরে স্থবিরতা সৃষ্টি হলেও বড় ধরনের ক্ষতি হয়নি বলে মন্তব্য করেন উপদেষ্টা। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং, সার ক্রয়, এলএনজি এবং রংপুরে ৩০টি স্কুল পুনর্গঠনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।