চলতি বছরে বোরো সংগ্রহ অভিযানে ২৮ হাজার ২৮০ মেট্রিক টন সংগ্রহ করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ। সংগ্রহ অভিযানের দুই মাস বাকি থাকতেই লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের অর্জিত হয়েছে। এ ধান সংগ্রহ অভিযান আগামী ৩১ অগাস্ট পর্যন্ত চলমান থাকবে। এর মাধ্যমে ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকও খুশি। জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ৩৬ টাকা কেজি দরে গত ২৪ এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়।