বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জুরি সদস্য সাজ্জাদ শরিফ নৈতিক কারণে পদত্যাগ করেছেন, একাডেমির মর্যাদা ক্ষুণ্ন হওয়া সত্ত্বেও দায়িত্ব পালন করতে না পারার কারণে। এর আগে আরেক জুরি সদস্য মোরশেদ শফিউল হাসান পদত্যাগ করেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পুরস্কারের তালিকায় নারী লেখক না থাকা নিয়ে সমালোচনা করেন, যা পুরস্কার স্থগিতের কারণ হয়। ২৯ জানুয়ারি পুরস্কারের নতুন তালিকা ঘোষণা করা হয় এবং ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় পুরস্কার প্রদান করা হবে।