বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছর ধরে চলা অন্যায়, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি পরিবর্তন করতে চান তারা। কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে দুপুর ১টায় ১১দলীয় জোটের নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করে বিশ্বদরবারে উন্নত শিরে দাঁড় করানোই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, যুবসমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। জনগণ যদি ১১দলীয় জোটকে মনোনীত করে, তবে তারা কখনোই অন্যায় করবেন না বলে প্রতিশ্রুতি দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৫ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেন। উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ।
সভাটি আসন্ন নির্বাচনে জোটের সমর্থন জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।