Web Analytics

বিআরটিএর কর্মকর্তা মাসুদ আলম, যাকে নিয়ে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ‘ভালো হয়ে যাও’ মন্তব্য একসময় ভাইরাল হয়েছিল, তাকে সম্প্রতি কক্সবাজারে দেখা গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম বিভাগের পরিচালক (প্রকৌশল) হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার তিনি কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন।

ওবায়দুল কাদেরের সেই মন্তব্য একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, যা এখনো নেটিজেনদের মনে রয়ে গেছে। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই মাসুদকে চিনতে পেরেছেন, আবার কেউ কেউ তাকে সাধারণ কর্মকর্তা ভেবেছেন। অনুষ্ঠানের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকে রসিকতা করে লিখেছেন, “তিনি কি ভালো হয়ে গেছেন?”

যদিও মাসুদ আলম গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, তার উপস্থিতি আবারও স্মরণ করিয়ে দিয়েছে কিভাবে একটি ভাইরাল মুহূর্ত দীর্ঘ সময় ধরে জনমনে টিকে থাকতে পারে এবং সামাজিক আলোচনার অংশ হয়ে ওঠে।

Card image

Related Memes

logo
No data found yet!