২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থ হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকায় আদালতে কঠোর পুলিশ পাহারায় তারা হাজির হন। স্বাস্থ্যজনিত সমস্যার কারণে সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হলেও শেষপর্যন্ত কাঠগড়ায় পৌঁছান। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলনের সময় গুলিতে মাথায় আঘাত পেয়ে মাহাদী নিহত হন, এবং এই তিনজন এজাহারভুক্ত আসামি।