বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগ দেন। এ সময় শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী ফুল দিয়ে তাদের বরণ করেন।
নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন আল মামুন সরকার, আরাফাত রহমান তালুকদার, নাহিম আহমেদ নিলয়সহ জেলা কমিটির বিভিন্ন পদধারী নেতারা। ফারহান ফুয়াদ তুহিন বলেন, ২০২৪ সালের আন্দোলন ছিল অধিকার আদায়ের প্রচেষ্টা, যা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাস্তবায়ন করতে পারবেন বলে তারা বিশ্বাস করেন। সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, বিএনপির ৩১ দফায় দেশের পুনর্গঠনের রূপরেখা রয়েছে এবং এই যোগদানে শেরপুরে দলের সংগঠন আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।