Web Analytics

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আদালতের রায় অবমাননার অভিযোগে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছে। বৃহস্পতিবার দলটির সভাপতি হাসনাত কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রায় চার মাস আগে উচ্চ আদালত রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট আদেশ দেন, কিন্তু কমিশন তা বাস্তবায়ন না করে গড়িমসি করছে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, নির্বাচন কমিশন আদালতের রায়ের বিকৃত ব্যাখ্যা দিয়ে দলটিকে আসন্ন নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে। রায়ের ব্যাখ্যা সংক্রান্ত বিতর্ক দূর করতে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে মতামত নেওয়ার প্রস্তাবও কমিশন গ্রহণ করেনি। দলটি আরও অভিযোগ করে, অভ্যুত্থানের ১৫ মাস পরও নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয়নি এবং বর্তমান কমিশন সংস্কার বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন জানিয়েছে, প্রয়োজনে তারা মামলা করবে এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য রিট করার প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনে সংস্কারের পক্ষে নাগরিকদের সঙ্গে বৃহত্তর আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছে দলটি।

Card image

Related Memes

logo
No data found yet!