Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় বা সর্বোচ্চ ১১ ডিসেম্বর তফশিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফশিল ঘোষণা করবেন। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে ভাষণ রেকর্ডের নির্দেশ দিয়েছে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হতে পারে। কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল ও অংশীজনের সহযোগিতা নিশ্চিত করা হবে। নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের এটি প্রথম জাতীয় নির্বাচন, যা তাদের প্রশাসনিক সক্ষমতার বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

যদি বুধবার তফশিল ঘোষণা না হয়, তবে বৃহস্পতিবার তা ঘোষণা করা হবে বলে ইসি জানিয়েছে। এতে নির্বাচনী প্রস্তুতির চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে।

Card image

Related Memes

logo
No data found yet!