বাংলাদেশে পুশইন করতে হাত-পা বেঁধে ও কোমরে বোতল বেঁধে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজনকে ত্রিপুরা সীমান্তের ফেনী নদীতে ফেলে দিয়েছে বিএসএফ। সোনাইপুল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। রাতভর নদীর পানিতে ভেসে ভোরে ফেনী নদীসংলগ্ন বাংলাদেশ সীমান্তের ফেনীরকুল এলাকায় পৌঁছান বলে জানান ভুক্তভোগীরা। এছাড়া দেশের পাঁচ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ১০০ জনকে পুশইন করেছে বিএসএফ।