Web Analytics

যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। তারা জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক গান গেয়ে ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মাদুরো সরকারের প্রতি সমর্থন জানায়। বিক্ষোভে অংশ নেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো, খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, কোনো বিদেশি শক্তি দেশটি পরিচালনা করছে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পরিবর্তনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে। রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলার সরকারই ক্ষমতায় রয়েছে এবং নিহত ২৪ সেনার স্মরণে সাত দিনের শোক ঘোষণা করেন। কিউবা জানিয়েছে, তাদের ৩২ জন সামরিক সদস্য নিহত হয়েছেন।

মাদুরোকে আটক করার পর থেকে ওয়াশিংটন এখনো ভেনেজুয়েলা নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা স্পষ্ট করেনি, যা দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!