Web Analytics

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া এলাকায় কুমার নদীর জায়গা দখল করে একটি পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, স্থানীয় জিয়া ফকির নদীর অংশ ভরাট করে স্বরূপদিয়া-বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভবনের ভিত্তি নির্মাণ করছেন। ঘটনাস্থলে ৮ থেকে ১০ জন শ্রমিক ইট, বালু ও সিমেন্ট দিয়ে কাজ করছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ ও জনস্বার্থ হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, একসময় কুমার নদী ছিল এ অঞ্চলের প্রধান জলাধার, যা বর্ষায় কৃষিজমিতে পলি এনে উর্বরতা বাড়াত। কিন্তু দীর্ঘদিনের অবৈধ দখল ও ভরাটের কারণে নদীটি ক্রমেই সংকুচিত হচ্ছে। এর ফলে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে নদী প্রায় মৃত খালে পরিণত হচ্ছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, দখল অব্যাহত থাকলে ভবিষ্যতে মারাত্মক পরিবেশগত বিপর্যয় ঘটবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তিনি বিষয়টি আগে জানতেন না এবং সহকারী কমিশনার (ভূমি)কে অবহিত করেছেন। সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, নদীর মধ্যে ভবন নির্মাণ সম্পূর্ণ বেআইনি এবং তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!