Web Analytics

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের এক নারী নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের পরিচালিত বৃহৎ অভিবাসন দমন অভিযানের সময় এ ঘটনা ঘটে। কর্মকর্তারা দাবি করেছেন, গুড তার গাড়ি দিয়ে আইসিই এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, ফলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। ভিডিওতে দেখা যায়, লাল রঙের একটি এসইউভি চলার চেষ্টা করলে তিনটি গুলির শব্দ শোনা যায়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, কর্মকর্তা আত্মরক্ষামূলকভাবে গুলি চালান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও এ পদক্ষেপকে সমর্থন করেছেন।

অন্যদিকে, মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে ও মিনেসোটা গভর্নর টিম ওয়ালজসহ ডেমোক্র্যাট নেতারা ফেডারেল ব্যাখ্যা প্রত্যাখ্যান করে ঘটনাটিকে বেপরোয়া ক্ষমতার ব্যবহার বলে আখ্যা দেন। কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ একে ‘প্রকাশ্য হত্যাকাণ্ড’ বলেন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রশাসনের বক্তব্যকে ‘গ্যাসলাইটিং’ হিসেবে সমালোচনা করেন।

ঘটনার পর মিনিয়াপোলিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এফবিআই তদন্ত শুরু করেছে, তবে নোয়েম জানিয়েছেন, মৃত্যুটি প্রতিরোধযোগ্য হলেও আইসিইর অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!