আজ সারাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে ও পাঁচ দফা দাবি আদায়ে মহাসমাবেশ হবে। সরকারি বেসরকারি সকল হাসপাতালের সেবা বন্ধ থাকবে, মানবিক বিবেচনায় কেবল আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি সেবা, অ্যাডমিশন ইউনিট ও লেবার ওয়ার্ড চলমান থাকবে। চিকিৎসকদের পাঁচ দফা দাবি; এমবিবিএস/বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্যবিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম সংস্কার এবং মানহীন ম্যাটস বন্ধ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না। চিকিৎসকের শূন্যপদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করতে হবে।