Web Analytics

আনন্দ শোভাযাত্রার ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ শেষ মুহূর্তে এসে পুড়িয়ে দেয় ফ্যাসিস্টরা। শোভাযাত্রার সে মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ তৈরির দায়িত্ব আবারও শিল্পীদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তার কথা, ‘আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাঁধা এসেছে। এ ধরনের কাজে কিছু বাঁধা আসেই, ষড়যন্ত্র থাকবেই। মানুষের পরিশ্রম, আল্লাহর উপর ভরসা করে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাবো।' আরো বলেন, ‘গত ১ মাস ধরে বানানো একটা প্রতিকৃতি তো ১ দিনে বানানো সম্ভব না। দেখা যাক, শিল্পীরা কি করেন। তারা অনেক ভেবে, চিন্তা করে কি করেন সেটা পরে দেখা যাবে।’ এর আগে সংস্কৃতি উপদেষ্টা বিচারের আওতায় আনার কথা বলে আয়োজকদের পুনঃস্পৃহার জন্য স্যালুট জানান।

Card image

Related Memes

logo
No data found yet!