জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রীয় শোক শেষে বুধবার সকাল ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মাসব্যাপী জুলাই পদযাত্রা পুনরায় শুরু করবে। চাঁদপুর প্রেস ক্লাবে জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলম এই তথ্য জানিয়ে বলেন, পদযাত্রার লক্ষ্য চাঁদপুরবাসীর মধ্যে আগ্রহ জাগানো এবং এলাকার ভবিষ্যত গঠন করা। কর্মসূচিতে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পথসভা ও হাজীগঞ্জ ও দোয়াভাঙ্গায় উদ্বোধন অন্তর্ভুক্ত থাকবে, যেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।