Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বি-উপনিবেশায়ন ও মওলানা ভাসানী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। সমাপনী বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ভাসানীকে প্রকৃত সাম্রাজ্যবাদবিরোধী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তিনি আজীবন মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যক্তিগত পদ-পদবির প্রতি অনাগ্রহী ছিলেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস)। এতে অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, অধ্যাপক আহমেদ কামাল ও সহযোগী অধ্যাপক ড. ইফতেখার ইকবালসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, ভাসানীর সমাজতান্ত্রিক আদর্শ, পুঁজিবাদবিরোধী অবস্থান এবং গণতান্ত্রিক পাকিস্তানের স্বপ্ন আজও প্রাসঙ্গিক। অধ্যাপক আবরার ভাসানীকে নৈতিক কণ্ঠস্বর হিসেবে বর্ণনা করে বলেন, তিনি নাগরিক অধিকার, সাম্য ও মানবিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে দেখতেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ভাসানীর রাজনৈতিক চিন্তাধারার ওপর আরও গবেষণার আহ্বান জানান এবং তাঁর উত্তরাধিকার সংরক্ষণের জন্য একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন।

Card image

Related Memes

logo
No data found yet!