জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল আজ সোমবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। ধারাবাহিক এসব বৈঠক আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার পরামর্শমূলক আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে নির্বাচনী পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকলেও প্রতিবেদনে নির্দিষ্ট আলোচ্যসূচি উল্লেখ করা হয়নি।