বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও দ্বিরাষ্ট্র নীতির বাস্তবায়ন নিয়ে ২৮–২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র গেছেন। সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে ২০২৪ সালের ডিসেম্বরের একটি জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেবেন। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে অবস্থান নিয়েছে এবং ১৯৮৮ সালে স্বাধীনতা ঘোষণার পর প্রাথমিকভাবে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর একটি ছিল।