চাঁদপুরের মতলব দক্ষিণে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন চালক ও এক যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনকে চাঁদপুর সদর হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার সব যাত্রী গুরুতর আহত হন। পুলিশ উভয় যানবাহন জব্দ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।