ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ জলবায়ু সম্মেলনে ভ্রমণ ব্যয় ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সীমিত বাজেটের ছোট দেশগুলোর বহু প্রতিনিধি অতিরিক্ত খরচের কারণে অংশ নিতে পারেননি। শহরে থাকার জায়গার সংকট ও হোটেল ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি—যেখানে ১০ রাতের জন্য ৬০ হাজার ডলার পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে—অংশগ্রহণকে আরও কঠিন করেছে। কেউ কেউ শহর থেকে এক ঘণ্টারও বেশি দূরে অবস্থান করছেন। সংকট মোকাবিলায় স্থানীয়ভাবে পানির ওপর নির্মিত ‘ভিলা দা বারকা’ কমিউনিটি আবাসনে প্রায় ২০০ তরুণকে রাখা হয়েছে। পাশাপাশি, বড় দেশগুলোর কিছু নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তার অনুপস্থিতিও এবারের সম্মেলনে অংশগ্রহণ কমিয়ে দিয়েছে। ফলে এবারের কপ৩০ সম্মেলন আগের তুলনায় সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।