রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে নুর আলম (৬০) নামে এক কর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে শুক্রবার সকালে শোডাউনটি শুরু হয়। ব্রমোত্তর এলাকায় পৌঁছালে নুর আলম মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।