ঢাকার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার (৫ ডিসেম্বর) নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ডাক বিভাগসহ বিভিন্ন দপ্তরের হাজার হাজার কর্মচারী অংশ নেন। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, ২০১৫ সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি, অথচ নিত্যপণ্যের দাম বহুগুণ বেড়েছে। তিনি অভিযোগ করেন, অর্থ উপদেষ্টার বক্তব্যে যে আগামী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে, তা কর্মচারীদের ক্ষোভ বাড়িয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানান। বক্তারা অন্তর্বর্তী সরকারকে ১ জানুয়ারি থেকে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের আহ্বান জানান।