চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেলকে (২৭) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা গোলাম মওলা মাশরাফ ও তার সহযোগীরা। বৃহস্পতিবার সকালে বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। মাশরাফ ওসিকে বলেন, ‘ওসি সাহেব আপনার গিফট বুঝে নিন।’ রুবেল পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও দুটি মাদক মামলার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী কর্মীদের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী সংগঠন জানিয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহত করতে তারা রাজপথে প্রস্তুত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।