Web Analytics

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৭৫ বছর বয়সী বন্দি আব্দুল মতিন মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারারক্ষী মির্জা হারুন জানান, রাতে হঠাৎ মতিনের শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে ঢামেকে আনার পর জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি কোন মামলায় কারাগারে ছিলেন তা এখনো জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। কারা বিভাগের আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!