রাশিয়া দাবি করেছে যে তাদের বাহিনী ২০২৫ সালে ইউক্রেনের ৫,১০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, দোনেৎস্কের সিভেরস্ক এবং খারকিভের ভোভচানস্ক দখল করা হয়েছে এবং আরও কয়েকটি সীমান্ত শহরে আংশিক নিয়ন্ত্রণ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এই দাবিকে অস্বীকার করেছে, জানিয়েছে যে স্যাটেলাইট ও উন্মুক্ত সূত্রের তথ্য অনুযায়ী রাশিয়ার অগ্রগতি অনেক কম। আইএসডব্লিউ অনুমান করেছে, রাশিয়া সর্বোচ্চ ৪,৯৮৪ বর্গকিলোমিটার এলাকা ও ১৯৬টি বসতি দখল করেছে।
এই দাবিগুলো এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ফ্লোরিডায় তিন দিনের শান্তি আলোচনা শেষ করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ভালো হলেও ভূখণ্ড নিয়ে কোনো সমঝোতা হয়নি। রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে, যা ইউক্রেন প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ন্যাটো-স্তরের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যৎ সদস্যপদ ও ৯০ বিলিয়ন ইউরোর ঋণ অনুমোদন করেছে।
এদিকে, যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র হয়েছে; ইউক্রেন রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনা আঘাত করেছে, আর রাশিয়া এক সপ্তাহে এক হাজারেরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে।