Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে তাদের পদত্যাগ কার্যকর হবে না বলে জানিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, পদত্যাগ করা দুই উপদেষ্টার একজন আসন্ন নির্বাচনে অংশ নিতে চান, তাই তিনি অরাজনৈতিক সরকারের পদে থাকতে পারবেন না। তফসিল ঘোষণার আগে তিনি তার দাপ্তরিক কাজ শেষ করবেন। অন্যজনের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো কিছু জানা যায়নি। রিজওয়ানা হাসান আরও জানান, অন্তর্বর্তী সরকার তার মেয়াদকালে আইনি ও গণতান্ত্রিক সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যার ফলাফল ভবিষ্যতের রাজনৈতিক চর্চা ও গণভোটের ফলের ওপর নির্ভর করবে।

তফসিল ঘোষণার পর পদত্যাগ কার্যকর হলে শূন্য হওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব প্রধান উপদেষ্টা নির্ধারণ করবেন।

Card image

Related Memes

logo
No data found yet!