উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ শিশু মাহতাব আহমেদ (১৪) চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার দুপুর ২টা ১৩ মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান। মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাহতাবের শরীরের ৮৫% পুড়ে গিয়েছিল। মৃত্যুতে পরিবারে আহাজারি নেমে আসে। চিকিৎসকরা জানান, সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। মাহতাবের দগ্ধ হয়ে নিজে দৌড়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। দেশজুড়ে শিশুদের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানানো হয়েছে।