মঙ্গলবার রাত তিনটার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৩২ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। বিজিবি বলছে, আটকদের মধ্যে ২২ জন নারী, একজন শিশু ও ৯ জন পুরুষ রয়েছেন। তারা সবাই বাংলাদেশি নাগরিক। বিজিবি বলেছে, আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।