নাটোরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোর সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গোলাম রাব্বানী রনিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনকালে বিএনপি নেতাদের ওপর আক্রমণের অভিযোগে গত বছর সেপ্টেম্বরে মামলাটি দায়ের করা হয়। মামলায় তাকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামি করা হয়। সিংড়া ছাত্রলীগ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা রাব্বানীকে আদালতে পাঠানো হয়েছে।